রোবট কিভাবে মানুষের জীবন সহজ করে
রোবট বিজ্ঞানের এক বিস্ময়কর আবিষ্কার । বর্তমানে উন্নত দেশগুলোতে অনেক কাজেই রোবটকে ব্যবহার করা হয় । সম্প্রতি আমাদের দেশের বিজ্ঞানীরাও রোবট তৈরি করতে সক্ষম হয়েছে । আজকে আমরা এই আর্টিকেলটি পরে জানতে পারবো রোবট কি , বিভিন্ন ক্ষেত্রে রোবটের ব্যবহার,রোবট কিভাবে মানুষের জীবন সহজ করে, রোবটের কিছু সুবিধা এবং অসুবিধা
মানুষ আজকে বিজ্ঞানের উৎকর্ষতার চরম শিখরে অবস্থান করছে। মানুষ তার পরিশ্রম ও নিরলস প্রচেষ্টার মাধ্যমে রোবটের মত যন্ত্র আবিষ্কার করতে পেরেছে। যার কারনে আজকে মানুষের জীবন অনেক সহজ হয়ে গিয়েছে।
পোস্ট সূচিপত্র : রোবট কিভাবে মানুষের জীবন সহজ করে
- ভূমিকা
- রোবট কে আবিষ্কার করেন
- রোবট এর ব্যবহার
- রোবট যেভাবে মানুষের জীবন সহজ করেছে
- রোবট ও মানুষের মধ্যে পার্থক্য
- রোবটের সুবিধা
- রোবটের অসুবিধা
- শেষ কথা
ভূমিকা
রোবট কে আবিষ্কার করেন
রোবটের আবিষ্কারক হলেন জর্জ ডেবল । তিনি প্রথম ১৯৫৪ সালে ডিজিটাল ও প্রোগ্রামেবল রোবট আবিষ্কার করেন ।
রোবট এর ব্যবহার
মানুষের জীবনকে অনেক সহজ ও আরামদায়ক করে দিয়েছে রোবট । যে সমস্ত কাজ করতে মানুষকে আগে অনেক কষ্ট করতে হতো সেই সমস্ত কাজ এখন রোবট সহজেই করে দিচ্ছে । রোবটের ব্যবহারে সবচেয়ে এগিয়ে আছে জাপানিরা । সবচেয়ে বেশি উৎপাদিত হয় জাপানে । তাই জাপানিরা সারা বিশ্বের মধ্যে রোবট ব্যবহারে এক নম্বরে রয়েছে । এছাড়াও উন্নত বিশ্বের অনেক দেশে রোবট ব্যবহার করা হচ্ছে অনেক কাজে
আরও পড়ুন : এ আই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বর্তমান সময়ের সেরা প্রযুক্তি
গৃহস্থলী , কৃষ, কলকারখানা , গবেষণা , মহাকাশ ,হোটেল ,
চিকিৎসা , যুদ্ধ ও সামরিক ক্ষেত্রে এছাড়া আরও অনেক জায়গায় রোবটকে কাজে
ব্যবহার করা হচ্ছে । তবে আমাদের দেশে রোবটের ব্যবহার এখনো সেভাবে শুরু হয়নি
। ভবিষ্যতে হয়তো আমাদের দেশেও রোবটের ব্যবহার দেখতে পাবো ।
রোবট যেভাবে মানুষের জীবন সহজ করেছে
মানুষের জীবনের যে সব ক্ষেত্রে রোবট কাজ করে মানুষের জীবনকে সহজ করে দিয়েছে তা
নিয়ে আলোচনা করা হলো
গৃহস্থলী কাজের ক্ষেত্রে : বর্তমানে ঘরবাড়ি অনেক কাজের ক্ষেত্রে রোবটকে ব্যবহার করা হচ্ছে । যেমন ঘর পরিষ্কার করা , রান্না করা , কাপড় চোপড়া পরিষ্কার করা , বাসন-কোসন পরিষ্কার করা এছাড়াও আরো অনেক ঘরের কাজে রোবটকে ব্যবহার করা হচ্ছে । এর জন্য মানুষকে আর ঘরের কাজ নিয়ে চিন্তা করতে হচ্ছে না বাইরের কাজে পুরোপুরি মনোনিবেশ করতে পারছে ।
শিল্প কারখানার কাজে : শিল্প কারখানায় অনেক ঝুঁকিপূর্ণ কাজ থাকে । সেসব কাজ করতে গেলে অনেক সময় শ্রমিকদের জীবনে চলে যেতে পারে । সেসব কাজ আজ অনায়াসেই একটি রোবট করে দিচ্ছে । আজকাল বড় বড় শিল্প কারখানায় অন্য প্যাকেজিং থেকে শুরু করে ডেলিভারি দেওয়া পর্যন্ত কাজের রোবটকে ব্যবহার করা হচ্ছে ।
রোবট ও মানুষের মধ্যে পার্থক্য
রোবট এবং মানুষের মধ্যে অনেক পার্থক্য বিদ্যমান । কিছু কিছু ক্ষেত্রে রোবট মানুষের মত কাজ করতে পারলেও রোবট মানুষের মধ্যে অনেক পার্থক্য রয়েছে । মানুষের যেমন রাগ , আবেগ ,অনুভূতি রয়েছে কিন্তু রোবটের কোন রাগ , আবেগ , অনুভূতি কিছুই নেই । মানুষ তার নিজস্ব বুদ্ধিমত্তায় সবকিছু করে থাকে কিন্তু রোবট কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারা পরিচালিত হয় । মানুষ কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায় , কিন্তু রোবট কখনো ক্লান্ত হয় না । এছাড়াও রোবট এবং মানুষের মধ্যে অনেক পার্থক্য রয়েছে ।
রোবটের সুবিধা
- রোবট অনেক ঝুঁকিপূর্ণ কাজ করতে পারে ।
- রোবট কখনো ক্লান্ত হয় না , বিরতিহীনভাবে কাজ করতে পারে এতে করে শিল্প কারখানা উৎপাদনশীলতা বাড়ে ।
- রোবট শিল্প কারখানার পণ্য উৎপাদনে ব্যয় কমায় ।
- রোবট অত্যন্ত মনোযোগ সহকারে কাজ করতে পারে । মানুষের কাজে ক্ষেত্রে অনেক সময় মনোযোগের বিঘ্ন ঘটে কিন্তু রোবটের কাজের ক্ষেত্রে কখনো মনোযোগের বিঘ্ন ঘটে না ।
- রোবটের কাজের ক্ষেত্রে কোন ভুল হয় না ,রোবট ত্রুটি মুক্ত কাজ করতে পারে ।
রোবটের অসুবিধা
- রোবটের উৎপাদন এবং রক্ষণাবেক্ষণ ও খরচ অনেক বেশি
- রোবটের কোন আবেগ ,অনুভূতি নেই
- অনেক কাজের ক্ষেত্রে রোবট ব্যবহারের কারণে মানুষের কাজের সুযোগ কমে যাচ্ছে ।
- রোবটকে কাজে নির্দেশনা না দিলে রোবট নিজে কোন কিছু করতে পারেনা
- রোবটের কোন সৃজনশীলতা নেই, অর্থাৎ রোবটের নিজশ্ব কোন চিন্তা ভাবনা নেই
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url